সাত লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার, চাঞ্চল্য ছড়াল এলাকায়
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশের সফল অভিযান—
খয়েরপুরের এক গৃহবধূর কাছ থেকে উদ্ধার বিপুল পরিমাণ নেশাজাতীয় ব্রাউন সুগার;তদন্তে নেমেছে পুলিশ, বাড়ছে নেশা–পাচারের আতঙ্ক।
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ তেলিয়ামুড়া রেলস্টেশন সংলগ্ন তৃষা বাড়ি এলাকায় নেশাজাতীয় দ্রব্য পাচার রুখতে তেলিয়ামুড়া থানার পুলিশের আরও একটি সফল অভিযান। আজ সকালের দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করে পুলিশ ধরপাকড় চালায় রেলস্টেশন চত্বরে। অভিযানের নেতৃত্বে ছিলেন তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত দে। পুলিশের দাবি—গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এলাকায় নেশা সামগ্রী পাচারের চেষ্টা চলছে, এমন সন্দেহেই ঘটনার তদন্তে নামে তেলিয়ামুড়া থানার পুলিশ।
অভিযান চলাকালীন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় খয়েরপুর এলাকার এক মহিলাকে। পুলিশের নজরে আসতেই তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পরে তল্লাশি চালাতেই ধরা পড়ে আসল রহস্য—মহিলার কাছ থেকে উদ্ধার হয় আনুমানিক সাত লক্ষাধিক টাকার নেশাজাতীয় ব্রাউন সুগার। ঘটনাস্থলেই বাজেয়াপ্ত করা হয় সব নেশা সামগ্রী।
এ বিষয়ে থানার ওসি জয়ন্ত দে জানান—
“গোপন সূত্রে পাওয়া নির্ভুল তথ্যের ভিত্তিতে আজকের এই বিশেষ অভিযান। মহিলাকে সন্দেহজনকভাবে আটক করে তল্লাশি করার পর তার কাছ থেকেই বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।”
নেশাজাতীয় দ্রব্য পাচারের মতো বিপজ্জনক অপরাধে এক গৃহবধূর জড়িত থাকার বিষয়টি স্থানীয় মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। রেলস্টেশন চত্বরে এমন ঘটনা সামনে আসায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও নেশা–কারবার বাড়ছে কিনা তা নিয়ে নতুনভাবে উদ্বেগ ছড়িয়েছে।
পুলিশের দাবি, নেশা–পাচারের বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান জারি থাকবে, এবং এই ঘটনার সূত্র ধরে আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
