
বিজেপি শাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে— জিতেন্দ্র চৌধুরীর হুংকার।
তেলিয়ামুড়া, ত্রিপুরা । ৩১ আগস্ট ২০২৫ঃ ত্রিপুরা রাজ্যে চলছে দুঃশাসন— সরকারি অর্থের লুটপাট থেকে শুরু করে সংবিধান পদদলন এবং সাধারণ মানুষের অধিকার হরণ। এই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিলেন সিপিআইএম-এর পলিটব্যুরো সদস্য ও রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
শনিবার তেলিয়ামুড়ায় প্রাক্তন বামপন্থী যুবনেতা তপন চক্রবর্তীর শহীদান দিবস উপলক্ষে বাম যুব সংগঠনের উদ্যোগে বিশাল সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন— ক্ষতিগ্রস্ত হচ্ছেন শুধু বামপন্থীরা নয়, ক্ষতিগ্রস্ত গোটা রাজ্যবাসী। কৃষক, শ্রমিক, যুব সমাজ সবাই আজ এই শাসনব্যবস্থার কবলে ভুগছেন। তাই সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলেই রাজ্য তথা দেশ থেকে বিজেপিকে উৎখাত করতে হবে।
সমাবেশের প্রধান বক্তা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, যুবকদের দৃঢ় প্রতিজ্ঞা ও সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে বলেন— প্রতিকূল পরিস্থিতিতেও যুব সমাজ আজকের এই ঐতিহাসিক সমাবেশকে সফল করেছে। তপন চক্রবর্তীর মতো শহীদরা বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে সংগ্রামে আত্মবলিদান দিয়েছেন— তাদের রক্ত বৃথা যেতে পারে না।
এদিনের সমাবেশে ধলাই, খোয়াই ও পশ্চিম জেলার একাধিক বাম যুব সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশ শুরুর আগে সিপিআইএম কার্যালয়ের সামনে তপন চক্রবর্তীর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়া তৃষাবাড়ি রেলস্টেশন থেকে শুরু হয় যুব কর্মীদের বর্ণাঢ্য মিছিল, যেখানে গগনবিদারী স্লোগানে মুখরিত হয় গোটা শহর।
সমাবেশে রাজ্য সম্পাদক নবারুণ দেব, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, উপজাতি যুব ফেডারেশনের নেতা কুমুদ দেববর্মা সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, দীর্ঘদিন পর তেলিয়ামুড়ার বুকে যুবদের এই বিপুল জমায়েত রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আবহের সূচনা করেছে।