
আগরতলা, ২রা সেপ্টেম্বর ২০২৫: ত্রিপুরা স্টেট রাইফেলসের দ্বাদশ বাহিনী আজ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো চাকমাঘাটের হেডকোয়ার্টারে। নিজেদের কঠিন ও দায়িত্বপূর্ণ পেশাগত কাজের পাশাপাশি সমাজের প্রতি কর্তব্যবোধ থেকে আজ ১০৩ জন জওয়ান রক্তদান করে নতুন দিশা দেখালেন। ব্যাটেলিয়ন সূত্রে জানা যায়, রক্তদান শিবিরে TSR-এর সাহসী জওয়ানরা একে অপরকে অনুপ্রাণিত করে উচ্ছ্বাসের মেজাজে অংশগ্রহণ করেন।
এই মহৎ উদ্যোগে উপস্থিত ছিলেন আইজি কেডি মারাক, কমান্ডেন্ট অশোক সিনহা এবং ডেপুটি কমান্ডেন্ট সুবোধ চন্দ্র দাস। তারা সকল জওয়ানদের অভিনন্দন জানিয়ে বলেন, TSR কেবলমাত্র নিরাপত্তারক্ষী বাহিনী হিসেবেই নয়, বরং সমাজসেবামূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করছে। কর্মকর্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই ধরনের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং বাহিনীর আরও বেশি সদস্য এতে অংশ নেবেন।
জানা গেছে, আজকের এই রক্তদান শিবিরের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল এবং খোয়াই জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করা হয়েছে। ফলে সাধারণ মানুষের জীবন রক্ষায় এই রক্ত ভাণ্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
শুধু রক্তদানই নয়, আজ TSR দ্বাদশ বাহিনী তাদের সদস্যদের কল্যাণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বাহিনীর লন্ড্রি কর্মী ও সেলাই কর্মীদের জন্য এবং প্রায় ১২০ জন জওয়ানের জন্য দুটি পৃথক আধুনিক ব্যারাকের উদ্বোধন করা হয়েছে। এর ফলে কর্মীদের কর্মপরিবেশ ও জীবনযাত্রার মান উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
টিএসআর বাহিনীর এই উদ্যোগ আবারও প্রমাণ করলো—জনগণের নিরাপত্তা রক্ষার পাশাপাশি সমাজসেবামূলক কাজেও তারা অগ্রণী। সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধকে সামনে রেখে এ ধরনের কার্যক্রম ভবিষ্যত প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।