
তেলিয়ামুড়া থেকে আগরতলায় এসে পড়াশোনা করা আরিয়া দেব; অষ্টম শ্রেণী পর্যন্ত স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনার পর বর্তমানে ভবন বিদ্যা মন্দিরের ছাত্রী। চিত্রাঙ্কনে অসাধারণ প্রতিভা প্রদর্শন করে রাজ্যকে গর্বিত করলো।
তেলিয়ামুড়া প্রতিনিধি, ১২ই সেপ্টেম্বর: শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে নতুন এক সাফল্যের নজির গড়লো তেলিয়ামুড়ার জয়নগর এলাকার কন্যা আরিয়া দেব। বর্তমানে আগরতলার নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ভবন বিদ্যা মন্দিরে দশম শ্রেণীর ছাত্রী আরিয়া ছোটবেলা থেকেই চিত্রাঙ্কনে অসামান্য দক্ষতার পরিচয় দিয়ে এসেছে। অষ্টম শ্রেণী পর্যন্ত তেলিয়ামুড়াতেই পড়াশোনা করলেও, বর্তমানে আগরতলায় থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে।
চিত্রশিল্পে তার অসাধারণ প্রতিভা নতুন উচ্চতায় পৌঁছেছে সম্প্রতি। আরিয়া বিশেষ দক্ষতার সাথে ভারতবর্ষের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রতিকৃতি এঁকে রেকর্ড গড়েছে। অল্প সময়ের মধ্যেই এই প্রতিকৃতি তৈরি করে আরিয়া নিজের নাম নথিভুক্ত করেছে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে।
আরিয়ার এই সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই গোটা তেলিয়ামুড়া জুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্য থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও স্থানীয় মানুষজন আরিয়ার কৃতিত্বে ভীষণ গর্বিত। সামাজিক মাধ্যমে বিভিন্ন মহল থেকেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
বিদ্যালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে, আরিয়া শুধু পড়াশোনায় নয়, সহপাঠক্রমিক কার্যকলাপেও বরাবরই অগ্রগণ্য। তার পরিশ্রম, অধ্যবসায় এবং সৃজনশীলতা অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস।
স্থানীয়দের প্রতিক্রিয়া:
তেলিয়ামুড়ার সাংস্কৃতিক মহল মনে করছে, এই সাফল্য শুধু আরিয়ার ব্যক্তিগত নয়, বরং গোটা এলাকার গর্ব। একজন কিশোরী মেয়ের এই প্রতিভা ভবিষ্যতে রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করবে বলেও আশাবাদী তারা।
সমাপ্তি:
আরিয়া দেব প্রমাণ করে দিলো, প্রতিভার কোনও ভৌগোলিক সীমারেখা নেই। ছোট শহর তেলিয়ামুড়া থেকে আগরতলায় পড়াশোনার পাশাপাশি চিত্রাঙ্কনে জাতীয় স্তরে কৃতিত্ব দেখিয়ে সে হয়ে উঠেছে আগামী দিনের অনুপ্রেরণা। লতা মঙ্গেশকরের প্রতিকৃতি এঁকে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করায় তেলিয়ামুড়ার এই কন্যা আজ সমগ্র রাজ্যের গর্ব।