
শিশুদের প্রতিভা বিকাশে অনন্য ভূমিকা নিল বনেদি রাজদূত ক্লাব, পূজাকে সামনে রেখে একের পর এক সামাজিক-সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন
তেলিয়ামুড়া প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতির সুর ছড়িয়ে পড়েছে সর্বত্র। শহরের বনেদি এবং প্রাচীন ক্লাবগুলির মধ্যে অন্যতম রাজদূত ক্লাব প্রতি বছরই এই সময়ে নানাবিধ সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবছরও রোববার তেলিয়ামুড়ার চৈতন্য আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য “বসে আঁকো প্রতিযোগিতা”।
এদিনের প্রতিযোগিতায় শহরের বিভিন্ন বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্রছাত্রীরা অংশ নেয়। ছোটদের উপস্থিতি ও তাদের সৃজনশীল শিল্পকর্মে রঙ ছড়িয়ে পড়ে পুরো পরিবেশে। নানা বিষয়কে কেন্দ্র করে ছোট্ট আঁকিয়ে শিল্পীরা তাদের প্রতিভা প্রকাশ করে এবং প্রতিটি ছবিতেই ফুটে ওঠে তাদের কল্পনা ও সৃজনশীলতার দ্যুতি। দর্শনার্থী ও অভিভাবকেরাও উচ্ছ্বাস নিয়ে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন।
উপস্থিত ছিলেন রাজদূত ক্লাবের সভাপতি তথা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, সহ সভাপতি নৃপেন্দ্র দেব, সহ সম্পাদক সৌরভ পোদ্দার, সহ আরও অনেকে। তাঁরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদান করেন এবং ভবিষ্যতের পথচলায় শুভকামনা জানান। বক্তৃতায় ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, দুর্গোৎসবের প্রাক্কালে এবং পূজার দিনগুলোতেও একের পর এক কর্মসূচির আয়োজন থাকবে। এর মধ্যে রয়েছে সাফাই অভিযান, সাংস্কৃতিক সন্ধ্যা, সামাজিক উদ্যোগ সহ নানাবিধ কার্যক্রম।
রাজদূত ক্লাবের এই উদ্যোগ শুধু উৎসবকে রঙিন করছেই না, বরং শহরের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করছে। উপস্থিত অতিথিদের মতে, নতুন প্রজন্মকে সমাজসেবামুখী ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে এই ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে রাজদূত ক্লাবের একাধিক উদ্যোগ ইতিমধ্যেই শহরে উৎসবের আবহ সৃষ্টি করেছে, যা আগামী দিনে তেলিয়ামুড়ার সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা।