
কৈলাসহর, ত্রিপুরা। ১৩ জুলাই ২০২৫ঃ ত্রিপুরার চা বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রেক্ষিতে শ্রমমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় গত ১৩ জুলাই, রবিবার বিকেলে। অনুষ্ঠানের আয়োজন করে টি গার্ডেন সেল, চন্ডীপুর মন্ডল। চা শ্রমিক পরিবারের সম্মানার্থে আয়োজিত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঊনকোটি জেলার কৈলাসহরের শ্রীরামপুর বিবেকানন্দ হলঘরে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী টিংকু রায়। তাঁকে সংবর্ধনা জ্ঞাপন করেন টি গার্ডেন সেলের রাজ্য কমিটি, ঊনকোটি জেলা কমিটি ও চন্ডীপুর মন্ডলের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বিজেপি চন্ডীপুর মন্ডলের সভাপতি পিন্টু ঘোষ, ত্রিপুরা টি গার্ডেন সেলের রাজ্য কনভেনার চন্দ্রশেখর কুর্মী, চন্ডীপুর মন্ডলের কনভেনার দীপক মুন্ডা, শ্রমিক নেতা তথা মন্ডলের সহ-সভাপতি মনোজ কৈরি, সহ আরও অনেক নেতৃত্ব।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই এক অনন্য সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরেন চা বাগান শ্রমিক পরিবারের মেয়েরা। তাঁদের পরিবেশিত মনোমুগ্ধকর ঝুমুর নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ হয়। উপস্থিত জনতার উচ্ছ্বাস ও করতালিতে পরিপূর্ণ ছিল পুরো হলঘরটি।
শ্রমমন্ত্রী টিংকু রায় তাঁর বক্তব্যে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারের গত সাত বছরের চা শ্রমিক কল্যাণমূলক পদক্ষেপগুলো তুলে ধরেন। তিনি বলেন, “বিজেপি সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। মজুরি বৃদ্ধি তারই একটি বড় উদাহরণ। আগামী দিনেও শ্রমিকদের পাশে থেকে উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।”
মন্ত্রী আরও জানান, চা বাগানগুলিতে পরিকাঠামো উন্নয়ন, শিক্ষার সুযোগ বৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণের দিকেও সরকার বিশেষ নজর দিয়েছে এবং ভবিষ্যতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে চা শ্রমিক পরিবারের সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাঁদের মুখে ছিল সন্তুষ্টির ছাপ এবং মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতার প্রকাশ।
এই সংবর্ধনা অনুষ্ঠানটি চা শ্রমিক সমাজের প্রতি সরকারের দায়বদ্ধতার একটি জীবন্ত নিদর্শন হয়ে রইল। চা শ্রমিকদের উন্নয়ন ও মর্যাদা রক্ষায় সরকারের সদিচ্ছা যে সত্যিই কার্যকর, তা এই আয়োজনের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে।