
তেলিয়ামুড়, ত্রিপুরা। ১৩ জুলাই ২০২৫ঃ ত্রিপুরার তেলিয়ামুড়ায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে আবারও এক গুরুত্বপূর্ণ সাফল্য পেল জেলা পুলিশ। রবিবার বিকেলে তেলিয়ামুড়া থানার পুলিশ ত্রিশা বাড়ি এলাকায় বেইকেল চেকিং চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ চারজন মহিলা ও একজন পুরুষকে আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা তিশা বাড়ি রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পরিকল্পনা ছিল, ট্রেনের মাধ্যমে গাঁজা বহিঃ রাজ্যে পাচার করা। কিন্তু তাদের কথাবার্তায় অসঙ্গতি ও আচরণে সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ কড়া তল্লাশি চালায় এবং ব্যাগের মধ্যে গাঁজার প্যাকেটগুলো উদ্ধার করে।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃত পাচারকারীদের বিরুদ্ধে NDPS অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আদালতে পেশ করার প্রস্তুতি চলছে।
তেলিয়ামুড়া থানার অফিসার ইনচার্জ জানান, “আমাদের গোয়েন্দা সূত্রে আগে থেকেই সন্দেহ ছিল এই রুটে মাদক পাচার হচ্ছে। আজকের অভিযানে প্রমাণ মিলেছে। আমরা পাচারচক্রের পেছনের মূল মাথাদের খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা করছি।”
স্থানীয় বাসিন্দারা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন, “রেলপথে বহুদিন ধরেই গাঁজা পাচারের অভিযোগ ছিল। অবশেষে পুলিশ ব্যবস্থা নিয়েছে।”
এই ঘটনাটি আরও একবার প্রমাণ করে, ত্রিপুরা রাজ্য মাদক পাচারকারীদের অন্যতম গন্তব্য হয়ে উঠছে। তবে পুলিশ-প্রশাসনের সক্রিয়তা ও গোয়েন্দা নজরদারি এ ধরনের অপরাধ রুখতে বড় ভূমিকা রাখছে।