
কৈলাসহর প্রতিনিধি: এই মুহূর্তে রাজ্যের অন্যতম বড় খবর—কৈলাসহর কলেজে অগ্নিকাণ্ড। আর সামান্য দেরি হলে হয়তো আগুন গ্রাস করতো এক লক্ষেরও বেশি মূল্যবান বই এবং কলেজ চত্বরের আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকা। কিন্তু অধ্যক্ষ, স্টাফ ও দমকল বিভাগের তাৎক্ষণিক সক্রিয়তায় রক্ষা পেলো রাজ্যের প্রাচীনতম দ্বিতীয় কলেজ হিসেবে খ্যাত এই ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান।
ঘটনাটি ঘটে মঙ্গলবার, বিকেল তিনটা নাগাদ। হঠাৎই কলেজের লাইব্রেরির ভিতরে থাকা বৈদ্যুতিক বোর্ডে ঘটে শট সার্কিট। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। লাইব্রেরির চারপাশে ছড়িয়ে থাকা মূল্যবান কাগজপত্র ও বইয়ের স্তূপে আশঙ্কা তৈরি হয় বড় অগ্নিকাণ্ডের।
ঠিক সেই সময়ে উপস্থিত থেকে তৎপর হন কলেজের অধ্যক্ষ ডঃ পিনাকী পাল। সাহসিকতার সঙ্গে লাইব্রেরিতে ঢুকে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন তিনি। পরবর্তীতে কলেজের কর্মচারীরা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে খবর পৌঁছে যায় কৈলাসহরের দমকল বাহিনীর কাছে। অগ্নি নির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনেন।
লাইব্রেরিয়ান ইন্দানী সাহা জানান, “যদি এই ঘটনা ছুটির দিনে ঘটত, তাহলে পুরো লাইব্রেরি, এমনকি পাশের ঘর-বাড়িও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যেত।” কলেজ চত্বরের চারপাশে রয়েছে ঘনবসতি, যার ফলে এলাকাবাসীর মধ্যে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।
তবে, TSR এবং পুলিশেরও যথাযথ উপস্থিতি ও সহায়তায় পরিস্থিতি আরও বিপদমুক্ত হয়। দ্রুত উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের পদক্ষেপে সকলের প্রশংসা কুড়িয়েছেন অধ্যক্ষ ও কলেজ স্টাফরা।