
কৈলাসহর প্রতিনিধি:
উন্নয়নের পথে আরও এক ধাপ এগোল ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলা। এই প্রথমবার কৈলাসহরের দুর্গাপুর এলাকায় গড়ে উঠলো একটি পূর্ণাঙ্গ ফিসিকালচার নলেজ সেন্টার, অর্থাৎ মৎস্যবিদ্যা জ্ঞান কেন্দ্র। মঙ্গলবার, ৫ই আগস্ট দুপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কেন্দ্রের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস।
এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দেয় রাজ্য মৎস্য দপ্তর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, বিশিষ্ট আইনজীবী সন্দীপ দেবরায়, মৎস্য দপ্তরের উপ-অধিকর্তা সুজিত সরকার, জেলা পরিষদের সদস্য বিমল কর ও শ্যামল দাস সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠান সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। স্বাগত ভাষণ দেন ঊনকোটি জেলার মৎস্য দপ্তরের সুপারিন্টেন্ডেন্ট তারেন্দ কুমার দেববর্মা। বিশাল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
মন্ত্রী সুধাংশু দাস তাঁর বক্তব্যে বলেন, “এই কেন্দ্রে মাছ চাষীদের বিনামূল্যে বৈজ্ঞানিক প্রশিক্ষণ প্রদান করা হবে। কিভাবে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে একজন ব্যক্তি স্বাবলম্বী হতে পারেন, সেটি হাতে-কলমে শেখানো হবে এই কেন্দ্র থেকে।”
তিনি আরও জানান, রাজ্যে বর্তমানে মাছের বার্ষিক চাহিদা প্রায় ১,১৭,০০০ মেট্রিক টন, আর উৎপাদন হচ্ছে ৮৬,০০০ মেট্রিক টন। যেখানে ২০১৭-১৮ সালে তা ছিল মাত্র ৭৮,০০০ মেট্রিক টন। অর্থাৎ গত সাত বছরে উৎপাদন বেড়েছে ১০,০০০ মেট্রিক টন। এখনও প্রায় ১০ হাজার মেট্রিক টনের ঘাটতি রয়েছে, তা পূরণে রাজ্য সরকার সক্রিয়।