
খোয়াই, ত্রিপুরা । নিউজ ডেস্ক : খোয়াই জেলার ধলাবিল এলাকায় শুক্রবার সন্ধ্যায় ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বাইকের ধাক্কায় প্রাণ হারালেন।
নিহত শিক্ষিকার নাম আরতী দাস, বয়স আনুমানিক ৪৫, বাড়ি খোয়াই মহাদেবটিলা এলাকায়।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই এদিনও স্কুল থেকে বাড়ি ফিরছিলেন আরতী দেবী। টমটমে চেপে ফিরছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত, ধলাবিল এলাকায় পৌঁছাতেই একটি দ্রুতগামী বাইক হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে এসে সজোরে ধাক্কা মারে টমটমটিতে।
জোরালো ধাক্কায় টমটমটি রাস্তার একপাশে উল্টে যায় এবং আরতী দাস ছিটকে পড়ে যান রাস্তায়। উপস্থিত স্থানীয়রা এবং টহলরত দমকল বাহিনীর কর্মীরা সঙ্গে সঙ্গে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শেষরক্ষা হয়নি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে নেমে আসে চরম চাঞ্চল্য। আতঙ্ক ও কান্নায় ভেঙে পড়েন তাঁর সহকর্মী ও পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে খবর, মৃত শিক্ষিকা দীর্ঘদিন ধরে একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন এবং এলাকায় একজন অত্যন্ত সজ্জন ও আদর্শ শিক্ষিকা হিসেবেই পরিচিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িত বাইক চালককে শনাক্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই দুর্ঘটনায় ফের একবার প্রশ্ন উঠছে—সড়ক নিরাপত্তা এবং বেপরোয়া বাইক চালানোর বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত কি না।