
তেলিয়ামুড়া, ত্রিপুরা । ৭ আগস্ট । রিপোর্ট- হিরন্ময় রায়ঃ তেলিয়ামুড়ার ডি.এম. কলোনিতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়, যখন কালী মন্দির নির্মাণের জন্য বরাদ্দকৃত সিমেন্ট চুরির অভিযোগ উঠে। অভিযোগের তীর সরাসরি পঞ্চায়েতের উপ-প্রধান শুভঙ্কর দাসের ভাই সুষেন দাসের দিকে।
স্থানীয়দের দাবী অনুযায়ী, দীর্ঘদিন ধরে ডি.এম. কলোনি এলাকায় একটি কালী মন্দির নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন বাসিন্দারা। সেই অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে অর্থ বরাদ্দও হয় এবং কিছুদিন আগে মন্দির নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু আচমকা কাজ থেমে যায়। অনুসন্ধানে উঠে আসে, বরাদ্দকৃত সিমেন্টের একটি বড় অংশ চুরি হয়ে গেছে।
অভিযোগ ওঠে, এই চুরির পেছনে রয়েছেন উপ-প্রধান শুভঙ্কর দাসের ভাই সুষেন দাস। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। ডি.এম. কলোনির গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কে গাছ ও বাঁশ ফেলে প্রায় ছয় ঘণ্টা ব্যাপী সড়ক অবরোধ করেন তারা।
বিক্ষোভকারীদের দাবি ছিল— অবিলম্বে চুরির ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি দিতে হবে। তাঁরা আরও বলেন, এইভাবে যদি পঞ্চায়েত প্রতিনিধিদের পরিবার দুর্নীতিতে জড়িয়ে পড়ে, তবে সাধারণ মানুষের মধ্যে সরকার এবং প্রশাসনের উপর থেকে বিশ্বাস উঠে যাবে।
এই ছয় ঘণ্টার দীর্ঘ অবরোধে এলাকায় যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। পরে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সাথে আলোচনায় বসা হয়। অবশেষে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন গ্রামবাসীরা।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে— অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত হবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয়দের মধ্যে এখনও ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা বলছেন, কেবল আশ্বাসে নয়, এবার চাই দৃশ্যমান পদক্ষেপ।