
তেলিয়ামুড়ায় সিপিআইএম-এর মিছিল, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নেতৃবৃন্দ
তেলিয়ামুড়া , ত্রিপুরা । ৮ আগস্ট । রিপোর্ট – হিরনময় রায় :- ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। বিহার রাজ্যের মতো সারাদেশে এই প্রক্রিয়া চালুর পরিকল্পনার বিরুদ্ধে সিপিআই(এম) পলিটব্যুরো আগামী ৮ই আগস্ট, শুক্রবার সারাদেশব্যাপী একযোগে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা করেছে।
এই কর্মসূচির অঙ্গ হিসেবেই তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে আজ শহরে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিলটি মহকুমা অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় অফিস প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।
মিছিলে নেতৃত্ব দেন তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক সুভাস নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য মহকুমা নেতৃত্ব, দলীয় কর্মী ও সমর্থকরা। তারা কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে গণতন্ত্রবিরোধী বলে অভিহিত করে জানান, এটি একপ্রকার ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত।
নেতৃবৃন্দ বলেন, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে কোনো চক্রান্তের বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যাবেন। এই ধরণের কর্মসূচি আগামী দিনগুলোতেও চলবে বলেও হুঁশিয়ারি দেন সিপিআই(এম) নেতৃত্ব।