
তেলিয়ামুড়া: গোটা খোয়াই জেলা তথা তেলিয়ামুড়া মহকুমার অন্যতম বনেদি দূর্গা পূজা আয়োজক হিসেবে নেতাজি নগর মোটর স্ট্যান্ড সংলগ্ন নেতাজি স্মৃতি সংঘ বহু বছর ধরেই বিশেষভাবে পরিচিত। এ বছর গৌরবের ৪২তম বর্ষে পদার্পণ করেছে এই পূজা কমিটি। আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এরই অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হল পূজার অন্যতম ঐতিহ্যবাহী আচার খুঁটি পূজা।
খুঁটি পূজার এ আয়োজনে উপস্থিত ছিলেন ক্লাবের বিভিন্ন স্তরের সদস্য, এলাকার শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ। অনুষ্ঠানে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, এবছরের পূজার মূল থিম ‘মাটির ঘরে মা’, যা বাস্তবায়নে ধরা হয়েছে প্রায় ২১ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট। জানা গেছে, প্যান্ডেল নির্মাণ থেকে শুরু করে আলোকসজ্জার কাজে থাকবেন নবদ্বীপের দক্ষ শিল্পীরা, আর প্রতিমা গড়বেন এলাকারই স্বনামধন্য কারিগর।
শুধু সাংস্কৃতিক উদযাপনেই নয়, সামাজিক দায়িত্বের ক্ষেত্রেও এগিয়ে রয়েছে নেতাজি স্মৃতি সংঘ। অন্যান্য বছরের মতো এবছরও আয়োজন করা হবে রক্তদান শিবিরসহ নানান সামাজিক কর্মকাণ্ড। ক্লাব কর্তৃপক্ষ আশাবাদী, থিম, শিল্পকলা ও ঐতিহ্যের মেলবন্ধনে এবছরের দুর্গোৎসবও আকর্ষণ করবে বিপুল দর্শনার্থীকে, যাঁরা ভিড় জমাবেন তেলিয়ামুড়ার অন্যতম এই বৃহৎ পূজা মণ্ডপে।