
তেলিয়ামুড়ার অন্যতম বনেদি সংগঠন প্রগ্রেসিভ ইউথ ক্লাবের সাধারণ নির্বাচন আজ রোববার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। এদিনের নির্বাচনকে সামনে রেখে ক্লাবের পরবর্তী তিন বছরের জন্য নতুন পরিচালন কমিটি গঠনের লক্ষ্যে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হচ্ছেন।
মোট ২৫৬ জন ভোটারের মধ্যে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ৪৬ জন এবং ১১টা থেকে ১২টার মধ্যে ৯০ জন ভোট দিয়েছেন বলে জানিয়েছেন ভোট গ্রহণ কাজের সাথে যুক্ত রিটার্নিং অফিসার নেপাল চন্দ্র দেব। তিনি আরও জানান, বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর সন্ধ্যা সাড়ে ৫টা থেকে গণনা কাজ শুরু হবে।
উল্লেখ্য, ২০২২ সালে প্রথমবার প্রগ্রেসিভ ইউথ ক্লাবের নির্বাচনের মধ্য দিয়ে পরিচালন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল। ক্লাবের নিয়ম অনুযায়ী, প্রতি তিন বছরে একবার নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালে দ্বিতীয়বারের মতো এই নির্বাচন হচ্ছে। গোটা প্রক্রিয়াটি সুষ্ঠু, স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার জন্য ক্লাব কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকা চোখে পড়েছে।