
তেলিয়ামুড়া প্রতিনিধি: তেলিয়ামুড়া থানাধীন দুষ্কি এলাকায় নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক যুবক। আহত যুবকের নাম পুরান ত্রিপুরা, পিতা পুলিন কুমার ত্রিপুরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় পুরান ত্রিপুরা বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন। সেই সময় অসাবধানবশত তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন এবং সঙ্গে সঙ্গে ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাত আটটা নাগাদ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাশ্বতী মজুমদার যুবকের শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত আগরতলা জিবি হাসপাতালে রেফার করার সিদ্ধান্ত নেন।
চিকিৎসক শাশ্বতী মজুমদার সংবাদমাধ্যমকে জানান, “যুবকটির অবস্থা খুবই আশঙ্কাজনক। তার উন্নত চিকিৎসার প্রয়োজন, তাই তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে।” এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।