
শান্তির বাজার, (দক্ষিণ জেলা): মনসা পূজার ঠিক আগে দক্ষিণ জেলার বরপাথরী বাজারে শাপলা ও পদ্মফুল বিক্রি করতে দেখা যায় দুই স্কুলছাত্রকে। তাদের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সাহায্যের হাত বাড়িয়ে দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)।
জানা যায়, ভাইরাল হওয়া ওই দুই শিশু হলো আপন ভাই রাহুল পাল ও রাজু পাল। তারা বরপাথরী সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র; রাহুল ষষ্ঠ শ্রেণীতে এবং রাজু তৃতীয় শ্রেণীতে পড়ে। ছবিটি বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের নজরে এলে তারা ওই দুই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের বাড়িতে যান। সেখানে গিয়ে তারা পরিবারটির চরম দুর্দশার কথা জানতে পারেন। পরিবারটি এতটাই দরিদ্র যে তাদের একটি উপযুক্ত থাকার ঘরও নেই।
এই পরিস্থিতি দেখে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা পরিবারটির প্রয়োজনীয় জিনিসপত্রের একটি তালিকা তৈরি করেন। আজ, পরিষদের পক্ষ থেকে বরপাথরী সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গিয়ে রাহুল ও রাজুর হাতে নতুন স্কুল ইউনিফর্ম, জুতো, খাতা-কলম সহ বিভিন্ন পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, তাদের পরিবারের জন্য চাল, ডাল, তেল, মশলা, সাবান, শুকনো খাবার, দুধ এবং পোশাকের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসও প্রদান করা হয়।
বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, আগামী দিনে রাহুল ও রাজুর পড়াশোনা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকে তারা বিশেষ নজর রাখবেন। এছাড়াও, ভবিষ্যতেও পরিবারটিকে সবরকমভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছেন তারা। বিদ্যার্থী পরিষদের এই উদ্যোগে খুশি এলাকাবাসী।