
আনন্দমার্গ প্রচারক সংঘের দাবি— বিদ্যালয় ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত সংগঠনকে সন্ত্রাসবাদী সঙ্গে জড়ানো অপমানজনক
তেলিয়ামুড়াঃ অতি সম্প্রতি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বাম নেতা মানিক সরকার তেলিয়ামুড়ার একটি দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে আনন্দমার্গীদের সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগসাজস থাকার অভিযোগ আনেন। এই মন্তব্য ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাজ্যের নানা জায়গায় আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে।
একই ধারাবাহিকতায় আজ তেলিয়ামুড়াতেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। আনন্দমার্গ প্রচারক সংঘের তেলিয়ামুড়া উপভোগ্তির উদ্যোগে আসাম-আগরতলা জাতীয় সড়কের পাশে অবস্থিত আনন্দমার্গ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত থেকে আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষে নিত্যানন্দ দেবনাথ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। তিনি দাবি করেন, আনন্দমার্গ সংগঠন দীর্ঘদিন ধরে ত্রিপুরা রাজ্যে বিদ্যালয় পরিচালনার পাশাপাশি সমাজসেবামূলক নানা কর্মকাণ্ড সম্পাদন করে আসছে। সেই প্রেক্ষাপটে সংগঠনকে সন্ত্রাসবাদী যোগসাজসের সঙ্গে যুক্ত করার চেষ্টা একেবারেই অমূলক ও অপমানজনক।
তিনি আরও বলেন, সমাজসেবার মাধ্যমে মানুষকে সঠিক শিক্ষার আলো পৌঁছে দেওয়া এবং নৈতিক মূল্যবোধ গড়ে তোলা আনন্দমার্গ সংগঠনের মূল লক্ষ্য। তাই এই ধরনের অভিযোগ শুধু সংগঠনের ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করে না, সমাজের সাধারণ মানুষকেও বিভ্রান্ত করার চেষ্টা।