
হাওয়াইবাড়ি এলাকায় লরির ধাক্কায় গাছে লেগে কন্টেইনার পড়ে মূল সড়কে— বিশাল যানজট, পুলিশের তৎপরতায় স্বাভাবিক ট্রাফিক
তেলিয়ামুড়া প্রতিনিধি: বুধবার সন্ধ্যা প্রায় ৭ টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকায় জাতীয় সড়কে ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। আগরতলামুখী একটি TR 04 E 1594 নাম্বারের লরি কন্টেইনার নিয়ে যাওয়ার সময় জাতীয় সড়কের পাশে থাকা গাছে ধাক্কা খায়। এর ফলে গাড়ি থেকে কন্টেইনারটি ছিটকে পড়ে মূল সড়কে।
অচিরেই যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। দুধারে আটকে যায় অসংখ্য যাত্রীবাহী গাড়ি ও পণ্যবাহী লরি। সাধারণ মানুষ চরম ভোগান্তির সম্মুখীন হন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন। তাঁর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করেন। পুলিশ প্রশাসনের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই মূল সড়ক থেকে কন্টেইনারটি সরিয়ে ফেলা হয়। ফলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।