

লিডস টেস্টে জয় দিয়ে শুরু করেছিল ইংল্যান্ড। বার্মিংহামে দুরন্ত প্রত্যাবর্তন করে ভারতীয় দল। ৩৩৬ রানের রেকর্ড জয়ের পাশাপাশি ব্য়াটিংয়ে অসংখ্য রেকর্ড নিজের নামে করেন শুভমান গিল। নজর কাড়া পারফরম্যান্স করেন মহম্মদ সিরাজ, আকাশ দীপ। পাঁচ ম্যাচের সিরিজের বর্তমান ফল ১-১। এবার লড়াই লর্ডসে। তৃতীয় টেস্ট জিতে সিরিজে লিড নিতে মরিয়া ভারত ও ইংল্যান্ড।
মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিল ইংল্যান্ডের। টস জিতে বার্মিংহামের মত ভুল করেননি বেন স্টোকস। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। ইংল্যান্ড প্রথম একাদশ আগেই ঘোষণা করে দিয়েছিল। জশ টংয়ের পরিবর্তে দলে এসেছেন জোফ্রা আর্চার। অপরদিকে, ভারতীয় দলের প্রথম একাদশেও একটি পরিবর্তন হয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ।