
শান্তি বাজার, ত্রিপুরা। ১০ জুলাই ২০২৫ঃ শান্তি বাজার এলাকায় ঘটলো আরেকটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। প্রাণ হারালেন স্থানীয় হাসপাতালের গ্রুপ ‘ডি’ কর্মচারী দেবাশীষ দাস।
বুধবার বিকেলের দিকে এই দুর্ঘটনাটি ঘটে জুলাই বাড়ি এসএসবি ক্যাম্প সংলগ্ন এলাকায়, যেখানে একটি বাইক ও একটি মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন দেবাশীষ।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাইকটি দ্রুতগতিতে চলছিল এবং মারুতির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় ছিটকে পড়েন দেবাশীষ দাস।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে জুলাই বাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি রেফার করা হয় শান্তি বাজার জেলা হাসপাতালে।
সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করেন। কিন্তু অবস্থা সংকটজনক দেখে তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।
তবে দুর্ভাগ্যজনকভাবে, জিবি হাসপাতালে পৌঁছানোর আগেই, মাঝপথে উদয়পুরের কাছে অ্যাম্বুলেন্সেই দেবাশীষ দাসের প্রাণপ্রদীপ নিভে যায়।
কোনো সাড়া শব্দ না পাওয়ায়, অ্যাম্বুলেন্স সোজা নিয়ে যাওয়া হয় উদয়পুরে অবস্থিত গোমতী জেলা হাসপাতালে। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহ গোমতী জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শান্তি বাজারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, পরিবার-পরিজন ও প্রতিবেশীরা এই আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন।
দেবাশীষ দাসের মৃত্যুতে প্রশ্ন উঠেছে স্থানীয় সড়ক নিরাপত্তা এবং দ্রুতগামী যানবাহনের নিয়ন্ত্রণ নিয়েও।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দেবাশীষ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর অকাল প্রয়াণে পরিবারে নেমে এসেছে চরম দুর্দশা।
এখন দেখার বিষয়, প্রশাসন কীভাবে তদন্ত এগিয়ে নিয়ে যায় এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হয়।