
আগরতলাঃ ত্রিপুরার একাধিক এলাকার নাগরিক সমস্যা সরেজমিনে পর্যালোচনার উদ্দেশ্যে এবার রাজ্যের বিজেপি সভাপতি ও লোকসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সরাসরি ছুটে এলেন আগরতলার চিত্তরঞ্জন মসজিদ রোড সংলগ্ন পশ্চিমপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ও সমস্যার কথা শোনার পরেই তিনি আজ, রবিবার, হঠাৎ এই এলাকা পরিদর্শনে যান।
সাংসদ রাজীব ভট্টাচার্যের এই হঠাৎ পরিদর্শনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে একধরনের আশার আলো দেখা দেয়। পশ্চিমপাড়ার মানুষজন তাঁর সামনে খোলামেলা ভাবে তুলে ধরেন তাঁদের নানান সমস্যা—বিশেষ করে রাস্তাঘাটের বেহাল অবস্থা, জলনিকাশির সঠিক ব্যবস্থা না থাকা, এলাকার কিছু অংশে অপর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং নোংরা পরিবেশ জনিত স্বাস্থ্যঝুঁকি।
পরিদর্শনকালে রাজীব ভট্টাচার্য বলেন, “একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের সমস্যা শোনা ও তার বাস্তব চিত্র নিজের চোখে দেখা অত্যন্ত জরুরি। মানুষের মুখে সমস্যার কথা শোনার পর আমি আর দেরি করিনি। তাই আজকেই এলাম এলাকা দেখতে।”
তিনি আরও আশ্বাস দেন, পশ্চিমপাড়ার সমস্যাগুলি যথাসম্ভব দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলা হবে। তিনি জানান, “বিজেপি সরকার মানুষের কাছে দায়বদ্ধ। প্রতিটি নাগরিক যাতে ন্যূনতম নাগরিক সুবিধা পায়, তা নিশ্চিত করতেই আমরা কাজ করছি।”
এই পরিদর্শনের সময় রাজীব ভট্টাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড নেতৃত্ব, বিজেপির কিছু কর্মী এবং প্রশাসনিক প্রতিনিধিরাও। তাঁরা এলাকাবাসীর থেকে সরাসরি অভিযোগ সংগ্রহ করেন ও প্রয়োজনীয় নোট নেন।
পরিদর্শন শেষে স্থানীয় এক প্রবীণ নাগরিক বলেন, “সাংসদ নিজে এসে সমস্যার কথা শুনেছেন, এটা খুবই সাহস জোগায়। আমরা চাই এই সমস্যাগুলোর দ্রুত সমাধান হোক।”
এই পরিদর্শন শুধু একক সমস্যার প্রতিকারে নয়, বরং সরকারের প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন হিসেবেও বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও বুনিয়াদি সমস্যার সমাধানে সরাসরি প্রতিনিধিত্ব যে কতটা কার্যকর হতে পারে, তা আবারও প্রমাণিত হল এই উদ্যোগের মাধ্যমে।