
তেলিয়ামুড়া, ১৬ জুলাই ২০২৫: ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে গাঁজা পাচার রুখতে পুলিশের ধারাবাহিক অভিযান ফের সাফল্য পেল। সোমবার মুঙ্গিয়াকামি থানার পুলিশের তৎপরতায় ফের উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। মুঙ্গিয়াকামি থানার অন্তর্গত ৪১ মাইল নাকা পয়েন্টে চলছিল নিয়মিত তল্লাশি অভিযান। সেই সময় সন্দেহজনকভাবে চলাচলরত একটি কনটেইনার গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। গাড়িটির নম্বর ছিল HR 39 D 0522।
পুলিশ সূত্রে জানা যায়, গাড়ির আশপাশ থেকে গাঁজার গন্ধ পাওয়ায় সন্দেহ হয় কর্তব্যরত অফিসারদের। সঙ্গে সঙ্গে গাড়ির চালক রাজকুমার রায়কে আটক করে শুরু করা হয় চিরুনি তল্লাশি। তল্লাশির পর গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় ২৯টি আলাদা আলাদা প্যাকেটে মোড়ানো গাঁজা। মোট উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ২০৭ কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৪ লক্ষ টাকা বলে জানান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন।
পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী, উদ্ধারকৃত গাঁজাগুলি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে অন্য রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই NDPS আইনের আওতায় একটি মামলা রুজু করা হয়েছে। আটক চালক রাজকুমার রায়কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, সে বিষয়েও তদন্ত চলছে। গাঁজা পাচার চক্রের মূল কান্ডারীদের ধরতে আরও বড়সড় অভিযান চালানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পুলিশ প্রশাসন।