
আগরতলা, ১৬ জুলাই ২০২৫: ত্রিপুরা সরকারের অর্থনীতি ও পরিসংখ্যান পরিদপ্তর (Department of Economics & Statistics – DES) এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ ও কর্মশালা “Generative AI for Impact: Smart Tools for Smarter Governance” শীর্ষক অনুষ্ঠান আজ সফলভাবে সম্পন্ন হলো। ১৪ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত আগরতলার আইটি ভবনের স্মার্ট ট্রেনিং হলে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণ করেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং প্রযুক্তি বিশেষজ্ঞগণ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রী এন. কে. সন্তোষী, মহাপরিচালক (Central Statistics), পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক (MOSPI), ভারত সরকার। তাঁর সঙ্গে ছিলেন শ্রী অভিষেক চন্দ্র, আইএএস, বিশেষ সচিব, পরিকল্পনা (পরিসংখ্যান) বিভাগ, ত্রিপুরা সরকার এবং শ্রী অনিল দিগম্বর পাতিল, উপ-মহাপরিচালক, NSO(FOD), MOSPI, আগরতলা।
প্রশিক্ষণ কর্মশালায় ত্রিপুরা DES-এর ৬০ জনেরও বেশি কর্মকর্তা ও কর্মচারীর পাশাপাশি MOSPI-এর কেন্দ্রীয় প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মূল লক্ষ্য ছিল প্রশাসনিক পরিসংখ্যান কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ও টুলস ব্যবহারের বাস্তবিক জ্ঞান প্রদান।
স্বাগত ভাষণে, শ্রী ডি. রিয়াং, আইএএস, পরিচালক, DES, Generative AI-এর ভবিষ্যতমুখী সম্ভাবনা ও প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন এবং অংশগ্রহণকারীদেরকে এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার আহ্বান জানান।
প্রধান অতিথি হিসেবে শ্রী এন. কে. সন্তোষী তাঁর ভাষণে ডিজিটাল প্রযুক্তি গ্রহণে ত্রিপুরা DES-এর অগ্রণী ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, “এই ধরনের উদ্যোগ শুধুমাত্র দক্ষতা বৃদ্ধির সুযোগ নয়, বরং ভবিষ্যতের প্রশাসনিক রূপান্তরের ভিত্তি গড়ার একটি ধাপ।” তিনি উল্লেখ করেন, প্রযুক্তিনির্ভর শাসন কাঠামো গড়ে তুলতে কেন্দ্র-রাজ্য সহযোগিতায় এমন প্রশিক্ষণের গুরুত্ব অনস্বীকার্য।
বিশেষ সচিব শ্রী অভিষেক চন্দ্র Generative AI-এর উপযোগিতা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “এআই এখন আর ভবিষ্যতের প্রযুক্তি নয়, এটি বর্তমানের শাসন ও নীতিনির্ধারণের একটি কৌশলগত অস্ত্র। এটি কেবল শেখার বিষয় নয়, ব্যবহারের মাধ্যমেও নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব।”