
তেলিয়ামুড়া, ত্রিপুরা: সমাজের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল তেলিয়ামুড়ার একতা সংঘ। ক্লাবের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে নেওয়া উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে।
তেলিয়ামুড়ার ব্লক চৌমুহনী এলাকায় অবস্থিত একতা সংঘ ক্লাব এই বিশেষ উপলক্ষে দুই দিনব্যাপী নানা ধরনের সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করে। ক্লাবের কার্যকরী সদস্যদের সক্রিয় অংশগ্রহণে মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি পরিচালিত হয় খোয়াই জেলার অন্তর্গত বাগানবাজারে অবস্থিত একটি অনাথ আশ্রমে।
সেই আশ্রমে উপস্থিত থেকে একতা সংঘের সদস্যরা অনাথ শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। একই সঙ্গে, শিশুদের শিক্ষার অগ্রগতির কথা মাথায় রেখে তাদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী, যার মধ্যে ছিল খাতা, কলম, পেন্সিল, বই ইত্যাদি। শিশুদের মুখে হাসি ফুটিয়ে এই উদ্যোগ এক মানবিক মুহূর্তের সৃষ্টি করে।
এই কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে একতা সংঘ ক্লাবের সম্পাদক প্রসেনজিৎ সাহা জানান, “আমাদের মূল উদ্দেশ্য হলো সেবা, ঐক্য এবং প্রগতি—এই তিনটি আদর্শকে সামনে রেখে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। আমরা বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগই বৃহৎ সামাজিক রূপান্তরের ভিত্তি হতে পারে।”
তিনি আরও বলেন, “শুধু বর্ষপূর্তিতেই নয়, আমরা সারাবছর নানা ধরনের সেবামূলক কাজে যুক্ত থাকতে চাই। সমাজের প্রতিটি স্তরের মানুষের প্রতি আমাদের আহ্বান—আপনারাও এগিয়ে আসুন, এই রকম মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা গ্রহণ করুন।”