
বর্তমান সরকার শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমতল প্রায় সর্বত্রই যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নের জন্য গুরুত্ব সহকারে কাজ করছে এবং সরকারি কোষাগারের লক্ষ কোটি টাকা যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নে খরচ করার দাবি করছে। বেশ কিছু জায়গায় বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীদের অজ্ঞতার কারণে কিংবা দায়িত্বশীল ভূমিকা গ্রহণের অভাবে একদিকে যেমন সরকারের উদ্দেশ্য পূরণ হচ্ছে না , ঠিক একই রকম ভাবে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে।
এরকমই ছবি দেখা গেল তেলিয়ামুড়ার করবং পাড়া থেকে তুইসিনদ্রাই গামী রাস্তার উপরে ব্রিজ তৈরি করার ক্ষেত্রে। অভিযোগ বহু জল ঘোলার পর এই ব্রিজ তৈরি করা হয়েছে, তবে ব্রিজের এপ্রোচ রাস্তা অবৈজ্ঞানিক ভাবে এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে ব্রিজ তৈরি হওয়ার এক বছরের মাথায় সংশ্লিষ্ট রাস্তার অধিকাংশ জায়গা ক্ষতিগ্রস্ত হয়ে বর্তমানে ব্রিজ তথা রাস্তাটা চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে। এলাকাবাসীরা সরাসরি অভিযোগ করছেন এই কাজের ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে, বিশেষ করে এই কাজ থেকে সরাসরি টাকা আত্মসাৎ এর অভিযোগ এলাকাবাসীরা করছেন।
গোটা বিষয় নিয়ে সংবাদ প্রতিনিধির সাথে কথা বলার সময় তেলিয়ামুড়ার আর ডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ ভৌমিক দাবি করেছেন এই সমস্যার মূল কারণ হচ্ছে জমি জটিলতা, পাশাপাশি তিনি জানিয়েছেন আগামী কিছুদিনের মধ্যে সংশ্লিষ্ট জায়গা পরিদর্শন করে কি করা যায় সেটা দেখে পদক্ষেপ গ্রহণ করা হবে। অর্থাৎ অবৈজ্ঞানিক ভাবে ব্রিজ তৈরি করার পর, সরকারি কোষা গাড়ের লক্ষ লক্ষ টাকা জলাঞ্জলি দিয়ে আবারো আর ডি দপ্তর এই ব্রিজ সহ রাস্তার কাজের পরিপ্রেক্ষিতে টাকার আদ্য শ্রাদ্ধ যে করতে চলেছেন এটা রীতিমতো জলের মতো পরিষ্কার।
তবে এই ব্রিজটা যেই কারণে তৈরি করা হয়েছিল, অর্থাৎ সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা, বর্তমানে ব্রিজের এপ্রোচ রোডের অবস্থা দাবি করছে এই ব্রিজ নির্মাণ সাধারণ মানুষকে আরো বেশি সমস্যায় ফেলে দিয়েছে।