
তেলিয়ামুড়া প্রতিনিধি: সুশৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্যে এবং মাদক মুক্ত রাজ্য গড়ার অভিযানে এক বড় সফলতা পেল তেলিয়ামুড়া থানার পুলিশ। নিয়মিত যানবাহন তল্লাশি অভিযানের অংশ হিসেবে শনিবার বিকেলে বিশাল পরিমাণ শুকনো গাঁজা সহ বিহার রাজ্যের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে আনুমানিক এক লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ মাদকদ্রব্য।
ধৃত দুই যুবকের নাম রবি কুমার ও ঔম নাথ যাদব, উভয়েই বিহারের ভাগলপুর জেলার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তেলিয়ামুড়া থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দে জানান, এদিন তেলিয়ামুড়া শহরের তৃষা বাড়ি এলাকায় রুটিন ভেহিকেল চেকিং চলছিল। সেই সময় দুই যুবককে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করতে দেখে পুলিশ এগিয়ে গেলে, তারা হঠাৎই দৌড়ে পালাতে চেষ্টা করে।
পুলিশ তখন তৎপরতার সাথে তাদের পিছু ধাওয়া করে ধরে ফেলে। পরে অভিযুক্তদের কাঁধের ব্যাগ তল্লাশি করে মোট ২১টি প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়, যার ওজন এবং মূল্য যথেষ্ট উল্লেখযোগ্য। পরবর্তী সময়ে ডিসিএম অফিসারের উপস্থিতিতে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ তাদের গ্রেফতার করে।
ওসি জয়ন্ত দে আরও জানান, ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের প্রয়োজনীয় ধারায় মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশের অনুমান, তারা তেলিয়ামুড়া থেকে রেলপথ ব্যবহার করে গাঁজা নিয়ে ভিন রাজ্যে পাচারের পরিকল্পনা করছিল।
এ প্রসঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো—সাম্প্রতিক সময়ে তেলিয়ামুড়া শহর ও পার্শ্ববর্তী এলাকায় একাধিক মাদক সংক্রান্ত ঘটনা পুলিশের নজরে এসেছে। ফলে মাদক পাচারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর মাধ্যমে এলাকাকে মাদকমুক্ত করার জন্য পুলিশ কর্তৃপক্ষ বদ্ধপরিকর।