
তেলিয়ামুড়া, ২৯ জুলাইঃ আমাদের সরকারের সময় আন্দোলন করতে হয় না শুধুমাত্র দাবিগুলো যথাযথ সময়ে আমাদের কাছে পৌঁছে গেলেই হয়। এছাড়াও আমাদের পঞ্চায়েতের প্রতিনিধিরা প্রতিনিয়ত সাধারণ মানুষের প্রয়োজন গুলোকে মাথায় রেখে কাজ করে চলেছে। তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অন্তর্গত কুইশ্যার টিলা এলাকাতে এলাকাবাসীদের দাবি অনুযায়ী পুরনো ইটের রাস্তা সংস্কার করার আগে পরিদর্শনে গিয়ে এভাবেই কথা গুলো বলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এই রাস্তা যেহেতু উঁচু জায়গা সন্নিহিত তাই প্রাকৃতিক কারণেই খারাপ হয়ে যায় এই তথ্য তুলে ধরার পাশাপাশি বিধায়িকা শ্রীমতি সাহা রায় দাবি করেছেন, ইতিমধ্যে জেলা শাসকের সাথে কথা হয়েছে, আগামী অল্প কিছুদিনের মধ্যেই এই রাস্তার কাজ শুরু করা হবে বলে জানান তিনি।
পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন উপযুক্ত পরিকল্পনা অনুযায়ী এই রাস্তার যতটা পেপার ব্লক করা যায় করা হবে, বাকি অংশ ইট বসানো হবে, আক্ষরিক অর্থে এই রাস্তা করার মধ্য দিয়ে সরকার সাধারণ গ্রামবাসীদের মুখে হাসি ফোটাতে চান বলে দাবি করলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়।
বিধায়িকার সাথে মঙ্গলবারের এই পরিদর্শন কালে পঞ্চায়েত সমিতির ভাইস-চেয়ারম্যান সহ ব্লকের বি.ডি.ও এবং অন্যান্য শীর্ষ ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।