
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ করইলং এলাকায় ঘটলো এক হৃদয়বিদারক ঘটনা। নিজ বাড়ির পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু হলো এক মধ্যবয়স্কা গৃহবধূর। মৃত মহিলার নাম অপর্ণা মজুমদার, বয়স আনুমানিক ৪৫ বছর। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর নাগাদ স্বামী স্বপন মজুমদার বাড়ির কাজ সেরে ঘরে ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক ডাকাডাকি করেও যখন স্ত্রীকে খুঁজে পাওয়া যায়নি, তখন তিনি বাড়ির চারপাশে খোঁজ নেওয়া শুরু করেন। ঠিক তখনই তার চোখে পড়ে, বাড়ির পুকুরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তার স্ত্রী অপর্ণা দেবী।
সঙ্গে সঙ্গে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দপ্তরে। অগ্নিনির্বাপক কর্মীরা এসে মহিলাকে উদ্ধার করে দ্রুত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
অপর্ণা দেবীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে মজুমদার পরিবারে। কান্নায় ভেঙে পড়েছেন তার স্বামী, সন্তান এবং অন্যান্য আত্মীয়-স্বজনেরা। এলাকাবাসীর মুখেও শোকের ছাপ স্পষ্ট। এখনও পর্যন্ত এই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগ বা পা পিছলে পড়ে যাওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে।
তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
এই অকাল মৃত্যু যেন সকলের মনে করিয়ে দিল, বাড়ির পুকুরে স্নান করার সময়ও সাবধানতা অবলম্বন করা কতটা জরুরি।